, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


আলকেমির মাধ্যমে মেডইজির সেবা বিস্তৃত করার প্রত্যয়

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৩ ০৩:৪৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৩ ০৩:৪৩:২০ অপরাহ্ন
আলকেমির মাধ্যমে মেডইজির সেবা বিস্তৃত করার প্রত্যয়
অনলাইন ফার্মেসি এবং স্বাস্থ্য সেবা স্টার্টআপ 'মেডইজি' সম্প্রতি আলকেমি নামের একটি ঢাকা ভিত্তিক অনলাইন ফার্মেসি অধিগ্রহণ করেছে। এ অধিগ্রহণের মাধ্যমে মেডইজির লক্ষ্য তার সেবার বিস্তৃতি আরও প্রসারিত করা এবং আলকেমির বিদ্যমান গ্রাহকদের গ্রহণ করে ভালোভাবে সেবা দেওয়া।

মেডইজির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও আরেফিন বলেন, আমরা আলকেমির গ্রাহকদের মেডইজির পরিবারে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। এ অধিগ্রহণ আমাদের জন্য আমাদের ব্যাপ্তি প্রসারিত করতে এবং সারা বাংলাদেশে আরও বেশি মানুষের কাছে আমাদের উচ্চমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি সুন্দর মাধ্যম হিসেবে কাজ করবে।

তিনি বলেন, অধিগ্রহণের অংশ হিসেবে মেডইজি আলকেমির সিস্টেম এবং প্রক্রিয়াগুলোকে নিজের সঙ্গে এক করার জন্য কাজ করছে যেন গ্রাহকদের জন্য একটি বিরামহীন রূপান্তর নিশ্চিত হয়। মেডইজি-আলকেমির গ্রাহকদের চাহিদাগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য গবেষণা পরিচালনা করবে এবং সেই অনুযায়ী এর সেবা নিশ্চিত করবে। মেডইজির প্রযুক্তি এ ব্যবহারকারীদের জন্য গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করবে।

উল্লেখ্য, মেডইজি বাংলাদেশের একটি অনলাইন ফার্মেসি, যা প্রেসক্রিপশনের ওষুধ, ওভার-দ্য-কাউন্টার ওষুধ এবং স্বাস্থ্য সম্পূরক প্রোডাক্টসহ অন্যান্য ফার্মাসিউটিক্যাল পণ্য সরবরাহ করে। এর লক্ষ্য হলো রোগীদের সুবিধাজনক এবং সহজ স্বাস্থ্যসেবা দেওয়া, বিশেষ করে যাদের দীর্ঘস্থায়ী রোগের জন্য প্রতি মাসে প্রেসক্রিপশন রিফিল করতে অসুবিধা হয়। আরও জানতে ভিজিট করুন- www.medeasy.health এই ঠিকানায়।