, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মুশফিক ইস্যুতে নিঃশর্ত ক্ষমা চাইল একাত্তর টিভি

  • আপলোড সময় : ১৩-১২-২০২৩ ০২:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৩ ০২:৩৬:০০ অপরাহ্ন
মুশফিক ইস্যুতে নিঃশর্ত ক্ষমা চাইল একাত্তর টিভি
এবার মুশফিকুর রহিমকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছে বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি। এ বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার শিহান উদ্দিন খান। এর আগে মুশফিকের পক্ষে গণমাধ্যমটিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন তিনি।
 
এদিকে নিঃশর্ত ক্ষমা চাইলেও আইনি নোটিশের বাকি শর্তগুলো এখনও পূরণ হয়নি। এ বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সেটি মুশফিকের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার শিহান উদ্দিন। অন্যদিকে মুশফিকের পাশে থাকার কথা বললেও এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট শেষে গণমাধ্যমের সামনে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  তিনি সে সময়ে এ ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন প্রতিবেদনের জন্য বিরক্তিও প্রকাশ করেছিলেন। তাতে ধারণা করা হয়েছিল, মুশির পাশে থেকে এবার হয়তো কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি। ক্রীড়া সাংবাদিকদের দাবি মেনে আসবে নতুন কোনো নীতিমালা।

কিন্তু ‘যত গর্জে, তত বর্ষে না’। প্রবাদটাকেই প্রমাণ করলো বাংলাদেশের ক্রিকেটারদের অভিভাবক সংস্থা। লড়াইটা চালিয়ে যেতে হচ্ছে এক মুশফিককেই। সেখানে নিজের আইনজীবী ছাড়া এখন পর্যন্ত কাউকেই পাশে পাননি মিস্টার ডিপেন্ডেবল। ক্রিকেট বোর্ড থেকে বড় বড় কথা বলা হলেও দৃশ্যত কোনো কিছুতেই নেই তারা। সকলের ধারণা, প্রতিবারের মতো হয়তো এবারও ফাঁকা বুলি আওড়িয়েই শেষ বিসিবি!
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস