, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টিএসসিতে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দিলো ছাত্রলীগ?

  • আপলোড সময় : ১৩-১২-২০২৩ ১১:২৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৩ ১১:২৬:০১ পূর্বাহ্ন
টিএসসিতে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দিলো ছাত্রলীগ?
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দিয়েছে ছাত্রলীগ। এর নিচে ‘সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম’ লেখা একটি ব্যানারও মুড়িয়ে দেওয়া হয়। তবে ছাত্রলীগের দাবি, ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী এটি করেছেন।

এদিকে গতকাল মঙ্গলবার ১২ ডিসেম্বর গভীর রাতে ছাত্রলীগের লাগানো সাইনবোর্ড ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ‘ভেঙে ফেলার’ প্রতিবাদে ছাত্রলীগের একদল নেতাকর্মী রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে ব্যানারে মুড়িয়ে দেয় বলে জানা গেছে।আজ  বুধবার ১৩ ডিসেম্বর সকালে সরেজমিনে এটি দেখা যায়।

এর আগে গতকাল রাত সাড়ে সাতটার দিকে ছাত্র ইউনিয়নের একদল নেতাকর্মী ছাত্রলীগের লাগানো মেট্রোরেলের সাইনবোর্ড ভাঙা শুরু করেন বলে অভিযোগ করে ছাত্রলীগ। এসময় টিএসসিতে অবস্থান করা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলেও তারা সাইনবোর্ডের অনেকাংশ ভেঙে ফেলে। 
 
এ সময় ছাত্র ইউনিয়নের অন্তত ৩০ নেতাকর্মী আহত হন বলে দাবি করেছেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা এই ব্যানার ও কালো কাপড় মুড়িয়ে দিয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাবি সেক্রেটারি তানভীর হাসান সৈকত বলেন, গতকাল রাতে ছাত্র ইউনিয়নের সন্ত্রাসীরা রাজু ভাস্কর্যের সামনে যেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলো তারই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ভাস্কর্যের মাথা কালো কাপড়ে মুড়িয়ে দিয়েছে। এর পাদদেশে তাদের (ছাত্র ইউনিয়ন) সন্ত্রাসী কার্যক্রমের কথা উল্লেখ করে ব্যানার লাগিয়ে দিয়েছে। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস