সাইফুল্লাহ, ঢাকা: দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন-৬-এর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল সাতটায় মেট্রো রেলের এই স্টেশনটি খুলে দেওয়া হয়। মেট্রো রেলের এই স্টেশনটি সকাল সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকবে।
যানজট নিরসনে রাজধানীতে তৈরি মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হলো আজ (বুধবার, ১৩ ডিসেম্বর)। স্টেশন দুটি হলো- ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন। এ পথে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিলের পর আরও দুটি মিলিয়ে মোট ৫টি স্টেশন চালু থাকবে।
যাত্রীরা যাতায়াত করছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে স্টেশনে।মেট্রো রেলের ৯ টার দিকে মিরপুর থেকে আসা এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় , ‘তার এখন চতুর্থ বর্ষ শুরু। প্রথম বর্ষ থেকেই মিরপুর থেকে যখন বাসে আসতাম তখন অনেক ভোগান্তি হতো। মিরপুরের রাস্তাঘাট কেমন ছিল তা তখন সবাই জানে। এখন মেট্রো রেল হওয়াতে এই ভোগান্তি হবে না। অনেক তাড়াতাড়ি আসা যাবে।তবে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া করা হোক৷’
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। তবে মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করছে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আগের সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছে মেট্রোরেল।