, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আচরণবিধি লঙ্ঘন: সাবেক মেয়র জাহাঙ্গীরকে শোকজ

  • আপলোড সময় : ১২-১২-২০২৩ ০২:০৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৩ ০২:০৯:৫২ অপরাহ্ন
আচরণবিধি লঙ্ঘন: সাবেক মেয়র জাহাঙ্গীরকে শোকজ ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানোর অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধানী কমিটি। মঙ্গলবার (১২ ডিসেম্বর)  নির্বাচনী অনুসন্ধ্যান কমিটির চেয়ারম্যান নাজমুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ দেওয়া হয়।

শোকজের চিঠিতে বলা হয়,  এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এলাকা গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে গতকাল ১১ ডিসেম্বর  সোমবার দুপুরে প্রতীক বরাদ্দের পূর্বে ভোট গ্রহনের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বে বঙ্গতাজ অডিটরিয়ামে মতবিনিময় সভায় নির্বাচনি প্রচারণা করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লংঘন হয়েছে যা নির্বাচনি অনুসন্ধান কমিটি কর্তৃক অনুসন্ধানকার্য পরিচালনাকালে এবং একটি গণমাধ্যমে এ প্রকাশিত সংবাদ মাধ্যমে পরিলক্ষিত হয়েছে।

সেখানে বলা হয়, বিধি লংঘনের কারনে কেন নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে আগামীকাল বুধবার ১৩ ডিসেম্বর : তারিখ সকাল ১১.০০ ঘটিকার মধ্যে আপনি স্বয়ং নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেয়া হলো।
সর্বশেষ সংবাদ