, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীতে পেঁয়াজের বাজারে বড় দরপতন

  • আপলোড সময় : ১২-১২-২০২৩ ০১:১৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৩ ০১:১৭:৫৯ অপরাহ্ন
রাজধানীতে পেঁয়াজের বাজারে বড় দরপতন
এবার রাজধানীতে পেঁয়াজের বাজারে ধস নেমেছে। দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ায় একদিনে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৩০ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত। তারপরও ক্রেতা মিলছে না বলে জানাচ্ছেন বিক্রেতারা।
 
আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেটে সরেজমিনে দেখা গেছে, বাজারে তেমন একটা কেনাবেচা হচ্ছে না। পেঁয়াজের দাম যে হারে বেড়েছে, সেই হারে দাম হুহু করে কমেও যাচ্ছে। ফলে যারা বেশি দামে কিনে ফেলেছেন, তারা এখন আর বেশি দামে বিক্রি করতে পারছেন না। তাই ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে। ক্রেতাশূন্য বাজারে লোকসানের হিসাব মেলাতে ব্যস্ত ব্যবসায়ীরা।
 
গতকাল সোমবার ১১ ডিসেম্বর যে মানের দেশি পেঁয়াজের প্রতি কেজি বিক্রি হয়েছে ১৪০ টাকা থেকে ১৫০ টাকায়, সেই পেঁয়াজের দাম ১০০ টাকা থেকে ১২০ টাকায় নামার পরও ক্রেতা পাওয়া যাচ্ছে না।

এদিকে আবহাওয়া ঠিক থাকলে বুধবার ১৩ ডিসেম্বর মোহাম্মদপুর কৃষি মার্কেটে পেঁয়াজের কেজি ৭০ টাকা থেকে ৮০ টাকায় নামবে বলে পূর্বাভাস দিচ্ছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। কারণ সোমবার যে মানের এক মণ পেঁয়াজ মোকামে বিক্রি হয়েছে ৩ হাজার ৭০০ টাকায়, আজ তা বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়।
 
এক বিক্রেতা বলেন, বাজারে কেনাবেচা নেই। ক্রেতাশূন্য বাজার। ফলে দাম ব্যাপকভাবে পড়ে যাচ্ছে। এতে লোকসান গুণতে হচ্ছে। গতকল যেমনটা বিক্রি হয়েছে, আজ তেমন একটা বিক্রি হয়নি। আজ প্রতি কেজি ১০০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি করছি।
 
আরেক বিক্রেতা বলেন, আগামীকাল দাম আরও পড়ে যাবে। দাম ৭০ থেকে ৮০ টাকায় নামবে। কারণ আজ মোকামে যে পেঁয়াজ কেনা হচ্ছে, তা কাল বাজারে চলে আসবে। পেঁয়াজ আজ মোকামে ২ হাজার ৮০০ টাকা মণ দরে কেনা হচ্ছে। একই মানের পেঁয়াজ গতকাল কেনা হয়েছে ৩ হাজার ৭০০ টাকা মণ হিসেবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান