, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিজেকে ওসি পরিচয়ে টাকা দাবি, গ্রেপ্তার আ.লীগ নেতা

  • আপলোড সময় : ১২-১২-২০২৩ ১১:৫৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৩ ১১:৫৬:০৩ পূর্বাহ্ন
নিজেকে ওসি পরিচয়ে টাকা দাবি, গ্রেপ্তার আ.লীগ নেতা
এবার নাটোরের লালপুরে পুলিশ কর্মকর্তার পরিচয়ে টাকা দাবি করে সোহেল রানা (২৬) নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। গত রোববার সন্ধ্যায় তাকে অমৃতপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সোহেল রানাকে নাটোর আদালতে পাঠানো হয়।

এদিকে সোহেল রানা উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের চাঁদের আলীর ছেলে। এ ছাড়াও তিনি ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, লালপুর থানার ওসি নাছিম আহম্মেদের ছবি ব্যবহার করে হোয়াটস অ্যাপে একই এলাকার জেহের উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেনের কাছে টাকা দাবি করেন সোহেল রানা। তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী লালপুর থানার ওসিকে জানালে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করে সোহেল রানাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’