নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরের মোমিনখার হাটের পেঁয়াজের বাজারে ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। এ অভিযানের খবরে জেলায় পেঁয়াজের দাম মণ প্রতি কমেছে সাতশত থেকে আটশত টাকা। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ ও জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল এ যৌথ অভিযানে পরিচালনা করেন।
এসময় পেঁয়াজের আড়তে মূল্য তালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ মেসার্স নওশাদ ট্রেডার্স কে এক হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ মেসার্স সেলিম স্টোরকে দুইহাজার টাকা জরিমানা করেন।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান এবং জেলা পুলিশের ২টি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।এসময় তারা জানান ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।