, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মারা গেলেন ৩৫ বছর ধরে প্রবাসীদের বিনামূল্যে খাবার প্রদানকারী 

  • আপলোড সময় : ১২-১২-২০২৩ ১০:১৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৩ ১০:১৭:৫৬ পূর্বাহ্ন
মারা গেলেন ৩৫ বছর ধরে প্রবাসীদের বিনামূল্যে খাবার প্রদানকারী 
তিনি সৌদি আরবের এক বেদুইন। যিনি বছরের পর বছর ধরে তাবুক শহরে বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে সকালবেলার নাস্তা দিতেন। এই মহৎ কাজে তার স্ত্রীরা তাকে প্রতিদিন সহযোগিতা করে আসছিলেন, সকালে রুটি ও কফি তৈরি করে। বিনামূল্যে প্রবাসীদের মাঝে এই বিতরণ কার্যক্রম আসছেন দীর্ঘ ৩৫ বছর ধরে। তার মহৎ এই ব্যক্তি সৌদি নাগরিক হামুদ আল-আতাভি।

যার নেশা ছিল অতিথিদের সম্মান ও আপ্যায়ন করা এবং বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী শ্রমিকদের সম্পূর্ণ বিনামূল্যে সকালের নাস্তার খাবার সরবরাহ করতেন, বিশেষ করে যারা তাবুক অঞ্চলে কর্মরত রয়েছেন। গতকাল এই সম্মানিত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়, এতে করে তাবুক শহরের বাসিন্দারা তাকে হারিয়ে শোক প্রকাশ করেন।

জানা যায়, আল-আতাভি তার নিজ শহর তাবুকের পূর্বে, আল-মুয়াদাম গ্রাম থেকে ফিরে আসার পর তার স্বাভাবিক মৃত্যু হয়। তারপরে তাকে তাবুকের কবরস্থানে দাফন করা হয়,এতে করে শোকার্ত এলাকাবাসী ও প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এদিকে মৃত হামুদ আল-আতাভি এর ঘনিষ্ঠদের মধ্যে একজন উল্লেখ করেছেন যে তার সন্তানরা তার উদারতা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন এবং এখনও সেই একই জায়গায় পিতার করে যাওয়া কাজ বিনামূল্যে খাবার বিতরণ করতে সেখানে বসেছেন।
সর্বশেষ সংবাদ