, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ০৮:০৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ০৮:০৫:৩৬ অপরাহ্ন
সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে
আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে শারীরিক জটিলতার কারণে মেডিকেল বোর্ডের পরামর্শে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট(সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি বলেন, 'উনার( খালেদা জিয়ার) একটু শারীরিক জটিলতার কারণে বিকাল সাড়ে ৫টায় মেডিকেল বোর্ডের পরামর্শে সিসিইউতে নেওয়া হয়েছে। আশা করা যায় যে, চিকিৎসা শেষে আবার উনাকে কেবিনে শিফট করা হবে।”

এর আগে গত ২৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের লিভার ও কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ অধ্যাপক হামিদ আহমাদ আবদুর রব, ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস এবং হেপাটোলজির অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পরদিন জরুরিভাবে তাঁর লিভারে রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিসটেমিক সান্ট(টিপস) সম্পন্ন করেন।
 
এরপর কয়েকদিনের মধ্যে খালেদা জিয়াকে কেবিনে এনে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছিলেন। আজ সোমবার বিকালে কিছু জটিলতা দেখা দিলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন তিনি।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া