, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, টুর্নামেন্ট সেরা ইমরুল

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ০৫:৫৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ০৫:৫৩:১৪ অপরাহ্ন
ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ, টুর্নামেন্ট সেরা ইমরুল
এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মাল্টিকালচারাল কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপার মুকুট জিতেছে ইশরাক আহমেদের দল। গতকাল রবিবার ১০ ডিসেম্বর রাতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টি-টেন ফরম্যাটের টুর্নামেন্টে শুরুতে ব্যাট করে বাংলাদেশকে ৭৪ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ফাইনাল ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক তাহমিদ আলম।

ভারতের বিপক্ষে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। আর টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইমররুল কায়েস। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও তেমন পাত্তা দেয়নি লাল-সবুজ দল। পাকিস্তানের দেয়া ৪৮ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ। আর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় ইশরাকের দল।

এদিকে মাল্টিকালচারাল কাপ একটি বহুজাতিক টুর্নামেন্ট। ৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর মাঠে গড়াল এবার। এবারের আসরে সবগুলো ম্যাচ হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা