, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পথচারীর জীবনের মূল্য আড়াই লাখ

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ০৪:৫৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ০৪:৫৭:০৯ অপরাহ্ন
পথচারীর জীবনের মূল্য আড়াই লাখ
ইসরাফিল নাঈম, চরফ্যাশন ভোলা থেকে: ভোলার চরফ্যাশনে অটোরিকশা চাপায় নিহত যুবক আমির হোসেন জীবনের মূল্য নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ টাকা। প্রভাবশালীদের থাবায় নিহত পরিবারকে ওই টাকা জরিমানা দিয়ে রক্ষা করলেন ঘাতক অটোচালকে।

সোমবার (১১ ডিসেম্বর) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন ঘাতক চালকের। এ টাকা নিহতের পরিবারকে দিয়ে রক্ষা পেলেন চালক মো. মাকসুদ বদ্দি ।

জানা যায়, রোববার বিকালে ঘাতক অটো চালক মাকসুদ বদ্দি চরফ্যাশন থেকে দক্ষিণ আইচায় দ্রুত গতিতে অটোরিকশা নিয়ে ফেরার পথে করিম পাড়া বাজারের উত্তর পাশে মেইন সড়কের ওপরে পথচারী আমির নামে এক যুবককে গাড়ি চাপা দিয়ে পিষে দিয়ে পালিয়ে যান। এরপর স্থানীয়রা আহত পথচারীকে উদ্ধার করে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপেক্সে রেফার করেন। হাসপাতালে নিলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরমানিকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন বলেন, দুই পরিবারের সম্মতিক্রমে আমি চালক মাকসুদ বদ্দিকে নিহতের পরিবারকে আড়াই লাখ টাকা দেওয়ার জন্য বলে দিয়েছি।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা