, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রংধনু গ্রুপের জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহবান

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ০৩:২৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ০৩:২৯:১৮ অপরাহ্ন
রংধনু গ্রুপের জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহবান ফাইল ছবি
রংধনু গ্রুপের মালিকানাধীন জমি প্লট ক্রয়-বিক্রয় থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন (বিএলডিএ)।  রবিবার (১০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএলডিএ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংধনু গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক মো. রফিকুল ইসলাম এবং তার দুই পুত্র কাওছার আহমেদ অপু, মেহেদী হাসান দিপু ও  পুত্রবধু মালিহা হোসেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের সাথে জমি/প্লট ক্রয়-বিক্রয়সহ নানা ধরনের লেনদেনের মাধ্যমে জালিয়াতি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অনেকেই এসব ভূয়া মালিকানাধীন জমি/প্লট ক্রয় করে প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রাপ্ত অভিযোগগুলো বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন তদন্ত ও যাচাই বাছাই করে দেখছে।

এক্ষেত্রে রংধনু গ্রুপের মালিকানাধীন রংধনু বিল্ডার্স লিমিটেডের নিকট থেকে কোনো প্রকার জমি/প্লট ক্রয় না করার জন্য ক্রেতা সাধারণকে সতর্ক হওয়ার আহ্বান জানানো যাচ্ছে। এরপরও কেউ যদি রংধনু গ্রুপের নিকট থেকে জমি ও প্লট কিনে প্রতারিত হয়ে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশন কোনো ধরনের দায়িত্ব গ্রহণ করবে না।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান