, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জিতলেন নাহিদা

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ০৩:১৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ০৩:১৯:০১ অপরাহ্ন
প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা পুরস্কার জিতলেন নাহিদা
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। এবার দারুণ পারফরম্যান্সের আরও একটি পুরস্কার পেলেন তিনি।
 
এদিকে আইসিসির নভেম্বর মাসের সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ২৩ বছর বয়সী নাহিদা।

গত নভেম্বর মাসের সেরা হওয়ার পথে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি ব্যাটার ফাওজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে। মাসসেরা হয়ে উচ্ছ্বসিত নাহিদা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, 'এই মুহূর্তটা উদযাপনের।'
 
তিনি আর বলেন, 'ক্রিকেট বিশেষজ্ঞদের এমন অভিজ্ঞ প্যানেল দ্বারা স্বীকৃতি পাওয়াটা আমার কাছে অনেক কিছু এং আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হওয়াটা অনুপ্রেরণার বড় উৎস আমার জন্য।'

এদিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় অবদান রাখায় এই পুরস্কার পেলেন তিনি। 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা