, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ছাত্রলীগের পক্ষে ১০০ কুরআনের হাফেজ নিয়ে মেট্রোরেল ভ্রমণ

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ০২:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ০২:৪৩:২৬ অপরাহ্ন
ছাত্রলীগের পক্ষে ১০০ কুরআনের হাফেজ নিয়ে মেট্রোরেল ভ্রমণ
সাইফুল্লাহ, ঢাকা: আজ বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে জামিয়া মহিউসসুন্নাহ মাদরাসার ১০০ জন কুরআনের হাফেজ নিয়ে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল যাত্রা শুরু করা হয়। এতে ১০০ জন কুরআনের হাফেজদের সাথে উপস্থিত ছিলেন তাদের উস্তাদমহেদয়গণ।

পথের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকে হাফেজরা। যাত্রা পথে ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম। তিনি ছাত্রদের সাথে বসে যাত্রা পথের আনন্দ উপভোগ করছিলেন।

সাংবাদিকদের সাথে কথা বলে তিনি জানান, আমিও সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। সবার মনে আশা থাকে স্বপ্নের মেট্রোরেল চড়ার। তাদের চাওয়ার সাথে সাথে কোন প্রশ্ন ছাড়াই আমি রাজি হয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে ১০০ জন কুরআনের হাফেজ নিয়ে উত্তরা থেকে মতিঝিল সর্বশেষ স্টেশন পর্যন্ত যাব। তাদের মনের আশা পূরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এরা কুরআনের হাফেজ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিদের ভেতর এরা।

যাত্রা পথে হাফেজরা তাদের মনের আশা ব্যক্ত করে বলেন, আমাদের মনের আশা পূরণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। আমাদের মেট্রোরেল ভ্রমণ খুবই আনন্দদায়ক হচ্ছে। আমরা সবাই মিলে এটা উপভোগ করছি। আমরা কল্পনা করতে পারি নি আমাদের মত দেশে এত উন্নত ভাবে যাতায়াত করতে পারবো।

হাফেজদের একজন শিক্ষক বলেন, গত দুদিন ধরে আমরা অধীর আগ্রহে ছিলাম মেট্রোরেলে উঠার জন্য। আজ সকালে ফজরের নামাজের পর থেকে বাচ্চারা নতুন জামা পরে প্রস্তুত হয়ে বসে ছিল কখন গাড়ি আসবে। যখনই গাড়ি আসলো বাচ্চারা এত মজা করে গাড়িতে উঠলো যা চোখে পড়ার মত। আমাদের এই যাত্রার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়। সেই সাথে যারা আমাদের এই ব্যবস্থাপনার সাথে জড়িত আল্লাহ তাদের নেক হায়াত দান করুক।
সর্বশেষ সংবাদ