, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জাককানইবি'তে শুদ্ধাচার সংক্রান্ত কর্মপরিকল্পনার বিষয়ে অংশী-জনের অবহিত-করণ সভা

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ০২:৩৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ০২:৩৭:৫১ অপরাহ্ন
জাককানইবি'তে শুদ্ধাচার সংক্রান্ত কর্মপরিকল্পনার বিষয়ে অংশী-জনের অবহিত-করণ সভা
এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে শুদ্ধাচার কমিটি আয়োজিত 'শুদ্ধাচার সংক্রান্ত কর্মপরিকল্পনার বিষয়ে অংশী-জনের অংশগ্রহণে অবহিতকরণ সভা-২০২৩' অনুষ্ঠিত হয়েছে। শুদ্ধাচার সংক্রান্ত কর্ম পরিকল্পনার বিষয়ে অংশী-জনের অংশগ্রহণে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। শুদ্ধাচার কমিটি আয়োজিত সভাটি বাস্তাবায়ন করে আইকিউএসি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত বার্ষিক কর্মপরিকল্পনা (এপিএ) র‌্যাংকিংয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধরে রেখে সেটিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যার যার দায়িত্ব থেকে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। তিনি বলেছেন, অন্যরা আমাদের প্রতিযোগী হয়ে উঠছে। তাই ইউজিসি র‌্যাংকিংয়ে আমাদেরকে আমাদের অবস্থান ধরে রাখতে হবে। এখান থেকে নামার কোন সুযোগ নাই।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. সাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সেমিনারে সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (অডিট) রাধেশ্যাম। এসময় আইউকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা