, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


সবাইকে কাঁদিয়ে গেলেন, জান্নাত আরা তিথি 

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ০২:২০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ০২:২০:১৩ অপরাহ্ন
সবাইকে কাঁদিয়ে গেলেন, জান্নাত আরা তিথি 
এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধি: অশ্রু ভরা জল তারপরও স্নিগ্ধ হাসিতে সহকর্মী ও উপজেলার সকলের কাছ থেকে বিদায় নিলেন জয়পুরহাটের কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাত আরা তিথি।এ সময় সবাই অশ্রুসিক্ত হয়ে তাকে বিদায় জানান। রবিবার (১০ ডিসেম্বর )বিকালে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জান্নাত আরা তিথিকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। 

জান্নাত আরা তিথি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন। তিনি ইউএনও হিসেবে কালাই উপজেলায় ১ বছর ২ মাস দায়িত্ব পালন করলেন।আর এ সময়ের মধ্যে নিজ কর্মগুণে জয় করেছেন কালাই উপজেলাবাসীর মন।তাইতো বিদায় বেলায় প্রশংসা,আবেগ ও ভালোবাসায় সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়।

বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেন কালাই উপজেলা পরিষদ। 

জানা গেছে,২০২২ সালের ১৩  অক্টোবর কালাই উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন জান্নাত আরা তিথি। এর আগে তিনি পিরোজপুর জেলার কাউখালি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।সেখানে থাকা অবস্থায় জান্নাত আরা তিথি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতিও পেয়েছেন।এরপর পদোন্নতি পেয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। 

কান্না জড়িত কণ্ঠে বিদায়ী ইউএনও জান্নাত আরা তিথি বলেন,আপনাদের সহযোগিতা আর ভালোবাসায় আজ আমি মুগ্ধ।আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি আপনাদের ভালোবাসা।সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই প্রশাসনিক কর্মকর্তাদের।উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী,জনপ্রতিনিধি,সাংবাদিক,রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহযোগিতা পেয়েছি। সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমা-প্রার্থী।আশা রাখছি সামনে যিনি আসবেন তাকেও আপনারা আমার মতো সহযোগিতা করবেন।কালাই উপজেলার প্রতিটি মানুষ ভাল থাকুন,নিরাপদে থাকুন এই প্রত্যাশা করছি। 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন,কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা,পৌর মেয়র রাবেয়া সুলতানা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ। 
সর্বশেষ সংবাদ