, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বোল্ড হয়েও আউট হলেন না ব্যাটসম্যান!

  • আপলোড সময় : ১১-১২-২০২৩ ০১:৩৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৩ ০১:৩৫:২২ অপরাহ্ন
বোল্ড হয়েও আউট হলেন না ব্যাটসম্যান!
এবার ব্যাটসম্যান বোল্ড হয়েও আউট হলেন না। এমনকি স্টাম্প হেলে পড়ার পরও আম্পায়ার তাকে আউট দেননি। কারণ, স্টাম্পের বেল পড়েনি। এমনই এক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়া ক্রিকেটের তৃতীয় বিভাগের এক ম্যাচে।
 
এদিকে বোলারের বলে মিডল স্টাম্প হেলে গেছে। শুধু স্টাম্প উড়ে যাওয়া বাকি ছিল। তবু স্টাম্পের বেল পড়েনি। বরং অফ স্টাম্প ও লেগ স্টাম্পের ডগায় ভর দিয়ে স্থির হয়ে আছে বেল। সে জন্য ব্যাটারকে আউট দেননি আম্পায়ার।

মেলবোর্ন ক্লাব ক্রিকেটের একটি ম্যাচে ঘটেছে এ ঘটনা। ম্যাচটি ছিল তৃতীয় বিভাগের দল জ্ঞানেন্দ্রর বিপক্ষে ওয়েস্টার্ন ডিসট্রিকের। ক্রিকেটের আইনের ২৯.১ ধারায় বলা আছে: যদি দুই বেলের অন্তত একটি না পড়ে তাহলে ব্যাটার নটআউট।

তবে যদি বেল স্টাম্পে আটকে থাকার পরও স্টাম্প উপড়ে যায় সে ক্ষেত্রে তা আউট হবে। অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে স্টাম্প হেলে পড়লেও বেল না পড়ায় আম্পায়ারের দোষ দেখছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আউট নিয়ে সমালোচনা করছেন অনেকেই। অনেকে তো আবার হাসি-ঠাট্টাও করছেন।
সর্বশেষ সংবাদ