এবার খিচুড়ি না পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে জামালপুর আওয়ামী লীগের সভায় ব্যাপক হট্টগোল তৈরি হয়। এ সময় কয়েকশ চেয়ার ভাংচুর ও অন্তত ২০ জন আহতের ঘটনা ঘটেছে। গতকাল ১০ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মহান বিজয়ের মাসে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ গতকাল একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিল শেষে ভুরিভোজের একটি আয়োজনও রাখা হয়। সভা শেষে অতিথিরা বিদায় হলে বিতরণ করা হয় গরুর মাংস দিয়ে রান্না করা মিল্লিভাত।
এ সময় উপস্থিত বেশির ভাগ নেতা-কর্মীরা মিল্লিভাত থেকে বঞ্চিত হন। এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতা কর্মীরা কয়েক‘শ চেয়ার ভাংচুর করা শুরু করেন। এছাড়াও এই সভায় চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হন। তারা সকলেই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এদিকে শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ জেলা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।