, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মুশফিক ইস্যুতে পাপনের পরে মুখ খুললেন নান্নু

  • আপলোড সময় : ১০-১২-২০২৩ ০৫:৫৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৩ ০৬:২৩:১৯ অপরাহ্ন
মুশফিক ইস্যুতে পাপনের পরে মুখ খুললেন নান্নু
এবার মুশফিকুর রহিমের বিষয়ে এবার সরব হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি অভিযোগ করেছেন, সাংবাদিকতার ন্যূনতম নিয়মনীতির তোয়াক্কা না করে দিনের পর দিন ব্যক্তিগত আক্রমণাত্মক সংবাদ পরিবেশন করেছে গণমাধ্যমটি। এ নিয়ে পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
 
টাইগার ভক্তদের কাছে বাংলার ক্রিকেটের সবচাইতে বড় খলনায়ক কে? উত্তরটা বোঁধ হয় একবাক্যে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু! জয় কিংবা হার ফলাফল যাই হোক নান্নুই যেন মূল আসামি। কিন্তু প্রশ্ন হলো নান্নুকে ভিলেন বানিয়েছেন কারা? ফিক্সিং ইস্যু নিয়ে মুশফিকের আইনি নোটিশ পাঠানোর পর এবার সরব হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলছেন, ‘ব্যক্তি আক্রোশ সৃষ্টি করে এসব করা হয়েছে। সব তো আজেবাজে নিউজ তারা মানুষের কাছে করেছে। এটার অবশ্যই একটা সুরাহা হওয়া উচিত এবং এটার শেষ হওয়াও উচিত। সবাই তো সংবামাধ্যমে সবসময় একটা পজিটিভ দিক দেখে এবং অনেক কিছু শিক্ষণীয় আছে। এখানে সবসময় মানুষকে হেয় করে দেখানো হচ্ছে।’
 
এ সময় নান্নু আরও বলেছেন, ‘আমি যেই জায়গায় আছি, এই জায়গা থেকে অনেক কিছু সহ্য করে কাজ করে যেতে হয়। ফলে এই জায়গা থেকে অনেক কিছু করাও যায় না। কিছুদিনের মধ্যে আমি এটা নিয়ে একটা স্টেপ নিবো।’ 
সর্বশেষ সংবাদ
অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!

অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!