, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ , ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


বিয়েতে দই টক হওয়ায় পার্টি সেন্টারে হামলা, আহত ২০

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৩ ১২:১৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৩ ১২:১৬:৩৬ অপরাহ্ন
বিয়েতে দই টক হওয়ায় পার্টি সেন্টারে হামলা, আহত ২০ ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াতে দই টক হওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের আমন্ত্রিত অতিথিদের হামলা ও ভাঙচুরে আহত হয়েছেন ২০ জন। বুধবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পৌর শহরের বাঞ্চানগর এলাকায় কুটুমবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এমন ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ জানায়, পৌর শহরের শাহপুর এলাকার বৃষ্টি নামে এক মেয়ের সঙ্গে দালাবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা আল আমিনের বিয়ে হয়। এ উপলক্ষে পার্টি সেন্টারটিতে মধ্যাহ্নভোজসহ বিয়ের অনুষ্ঠানিক আয়োজন করা হয়। অনুষ্ঠানে একটি দই টক হয়েছে বলে কনেপক্ষ অভিযোগ করে। এ নিয়ে সেন্টারের কর্মচারীদের সঙ্গে তাদের তর্কবিতর্ক শুরু হয়। পরে প্রতিষ্ঠানটির মালিক রাকিবুজ্জামান রাকিব পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে বরপক্ষও উত্তেজিত হয়ে উঠে। পরে উভয়পক্ষ একসঙ্গে পার্টি সেন্টারের কর্মীদের ওপর হামলা করে। এতে পার্টি সেন্টারের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন।

আহত রাকিবুজ্জামান রাকিব জানান, বিয়ের প্রথম পর্ব শেষে খাওয়ার সময় দই টক হয়েছে এমন অভিযোগে উত্তেজিত হয়ে পড়েন লোকজন। এ সময় তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে কনেপক্ষের লোকজন অতর্কিত হামলা শুরু করে। তাদের হামলায় তিনিসহ প্রতিষ্ঠানের ১৫ থেকে ২০ জন আহত হন। তিনি আরও জানান, হামলায় তার মাথা ফেটে যায়। হামলাকারীরা সেখানে থাকা কাচের প্লেট ও প্লাস্টিকের চেয়ার দিয়ে এ হামলা চালায়। এ সময় তার প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন। তবে কনের বাবা খোকন ও বর আল আমিন এ ঘটনায় সংবাদ প্রকাশে অনাগ্রহ জানিয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, পার্টি সেন্টারের হামলার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে হামলায় জড়িত দুজনকে আটক করা হয়। পরে পার্টি সেন্টারের স্বত্ত্বাধিকারী রাকিবের করা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম