, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


রিয়ালকে একহালি দিয়ে ফাইনালে ম্যানসিটি

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৩ ১১:৪০:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৩ ১১:৪০:৪৬ পূর্বাহ্ন
রিয়ালকে একহালি দিয়ে ফাইনালে ম্যানসিটি ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার (১৮ মে) রাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে এসেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। সিটি সমর্থকদের মনে একটি শংঙ্কা কাজ করছিল। তবে সবকিছুকে উড়িয়ে দিয়ে লজ ব্লাঙ্কোজদের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে ৪ বার পোস্টে বল জড়িয়েছে ম্যানসিটি। ইত্তিহাদে ৪-০ গোলে জয়, দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৫-১ হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেলো ম্যানচেস্টার সিটি। ১০ জুন ইস্তাম্বুলের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে সিটিজেনরা।

ম্যানসিটির হয়ে রিয়ালের জালে দুবার বল জড়িয়েছেন পর্তুগিজ তারকা বার্নার্ডো সিলভা। বাকি দুই গোল করেছেন ম্যানুয়েল আকানজি এবং আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। আর্লিং হালান্ডের পরিবর্তে শেষ দুই মিনিটের জন্য মাঠে নেমে‌ই গোল পেয়েছেন আলভারেজ। কাতার বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই আর্জেন্টাইন তারকা।

এদিকে ম্যাচ শেষে মাদ্রিদ কোচ জানান, যোগ্য দল হিসেবেই ম্যানচেস্টার সিটি ম্যাচে জয়লাভ করেছে। তিনি বলেন, ‘নিঃসন্দেহে তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। জয়টা তাদেরই প্রাপ্য ছিল। শুরুতে তারা অনেক চাপ প্রয়োগ করেছিল।  তারা আমাদের জন্য বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলা কঠিন করে তুলেছিল এবং তারা প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায়। সেখান থেকে খেলায় ফিরে আসা কঠিন ছিল। আমরা দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছিলাম, কিন্তু তা ফলপ্রসূ হয়নি।’

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কাছে এমন পরাজয় যে আনচেলত্তিকে অনেক কষ্ট দিচ্ছে সেটি অস্বীকার করেননি তিনিও। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও পরের মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় স্প্যানিশ ক্লাবটি।  মাদ্রিদ কোচ বলেন, ‘এটা এমন একটা হার যা কষ্ট দিচ্ছে, এটা অনেক কষ্ট দিচ্ছে। কিন্তু ফুটবলে এমনটা হতেই পারে। আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ছিলাম। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং ফাইনালের আগেই আমাদের বিদায় করেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং পরের মৌসুমের জন্য আরও ভালো হতে হবে।’
সর্বশেষ সংবাদ
হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন

হামাসকে ইসরাইলের ‘উদার’ প্রস্তাব মেনে নিতে বললেন ব্লিঙ্কেন