, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বার্সেলোনায় শীর্ষ জনপ্রিয় নাম 'মুহাম্মদ'

  • আপলোড সময় : ০৯-১২-২০২৩ ০৭:৩৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৩ ০৭:৩৮:৩৫ অপরাহ্ন
বার্সেলোনায় শীর্ষ জনপ্রিয় নাম 'মুহাম্মদ'
এখন স্পেনে মুহাম্মদ নামটি জনপ্রিয় হচ্ছে। বর্তমানে দেশটির ৬৬ হাজার ৩৪০ জন এই নাম রেখেছে। পুরুষদের জনপ্রিয় নামের তালিকায় মুহাম্মদ নামটি ৬০ থেকে ৬৫তম অবস্থানে রয়েছে। তবে এবার স্পেনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বার্সেলোনায় মুহাম্মদ নামটি জনপ্রিয়তায় শীর্ষস্থান অধিকার করেছে।

আর সেখানকার ১৩ হাজার ৩২৬ জনের নাম মুহাম্মদ। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা নেট সূত্রে এ তথ্য জানা যায়। স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট জানিয়েছে, স্পেনে অন্য জনগোষ্ঠীর তুলনায় মুসলিমদের জন্মহার অনেক বেশি, বিশেষত আলমেরিয়া প্রদেশে আদিবাসীর তুলনায় বিদেশিদের সংখ্যা বাড়ছে।

সেখানে স্থানীয়দের জন্মহার ৩.৩ শতাংশের বিপরীতে বিদেশিদের জন্মহার ১৯.৩ শতাংশ। চলতি বছরের প্রথম তিন মাসে এখানে দুই হাজার ৪০টি শিশু জন্মগ্রহণ করে, যার মধ্যে স্থানীয় রয়েছে মাত্র ২৯৮টি এবং বিদেশি  এক হাজার ৭৪২টি।

এদিকে স্প্যানিশ সংবাদপত্র দি অবজেক্টিভ জানিয়েছে, স্পেনে মুহাম্মদ নামটি একমাত্র বিদেশি শব্দ, যা বিভিন্ন শহরে প্রসিদ্ধ নামের তালিকায় স্থান করে নিয়েছে এবং বার্সেলোনায় শীর্ষস্থান লাভ করেছে। এর আগে এখানে জনপ্রিয় নাম ছিল আরনাউ, যা বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে নামটি রেখেছে ১৩ হাজার ২৪৪ জন।

এর পর রয়েছে জেরার্ড ও সেরগি, যা যথাক্রমে ১৩ হাজার ১৮৪ ও ১৩ হাজার ১৪৬ জন রেখেছে। আর স্পেনের অন্য শহরগুলোর মধ্যে মাদ্রিদে সাত হাজার জন, মুরসিয়াতে তিন হাজার ৪৪৭ জন, গিরোনায় তিন হাজার ৬৮৮ জন এবং আলমেরিয়াতে তিন হাজার ৬০০ জন মুহাম্মদ নাম রেখেছে। সূত্র : আলজাজিরা
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস