, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কিছু নেই: চুন্নু

  • আপলোড সময় : ০৯-১২-২০২৩ ০৩:২০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৩ ০৩:২০:৪৭ অপরাহ্ন
রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কিছু নেই: চুন্নু
আসন্ন জাতীয় নির্বাচনে সরকারের সঙ্গে এখনও সমঝোতার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে অনানুষ্ঠানিক সমঝোতার কথা জানালেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ শনিবার ৯ ডিসেম্বর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, রাজনীতিতে চূড়ান্ত সিদ্ধান্ত বলে কিছু নেই। 

নির্বাচন কমিশনের কাছ থেকে চূড়ান্ত মনোনয়নের পর সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবে জাতীয় পার্টি। সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে সব প্রস্তুতিই রাখছেন তারা। দেয়া হবে ইশতেহার। যেখানে গুরুত্ব পাবে প্রাদেশিক সরকার, বেকারত্ব দূর, কর্মমুখী শিক্ষা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতালসহ বেশ কিছু বিষয়। 

এদিকে জাতীয় পার্টির মহাসচিব জানান, দলের নির্বাচনী প্রচার শুরু হবে ঢাকার বাইরে থেকে। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা ঋণ সংক্রান্ত অভিযোগ ভিত্তিহীন বলেও জানান চুন্নু।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ