, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মোবাইলে কথা বলতে বলতে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৩ ০১:১৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৩ ০১:১৪:৫৬ অপরাহ্ন
মোবাইলে কথা বলতে বলতে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ ফাইল ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইলে কথা বলতে বলতে ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার পানগুছি নদীতে ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে যান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে।

নিখোঁজ বৃদ্ধের সন্ধান না পাওয়ায় শনিবার ( ৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছেন। ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, আমাদের এক আত্মীয়ের বিয়েতে মোরেলগঞ্জের ওপারে যাচ্ছিলাম। ফেরি পারাপারের সময় বাবা মোবাইলে কথা বলছিলেন। অসাবধানতাবশত হাঁটতে হাঁটতে ফেরির ব্যারিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করেছি। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে খুলনার ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস