, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


শনিবারও যেসব জায়গায় বৃষ্টি থাকবে

  • আপলোড সময় : ০৮-১২-২০২৩ ০৯:০১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৩ ০৯:০১:২৭ অপরাহ্ন
শনিবারও যেসব জায়গায় বৃষ্টি থাকবে
এবার মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে গত দুইদিন ধরে সারাদেশে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার ৮ ডিসেম্বর কিছুটা কম থাকলেও মেঘে ছেয়ে যায় আকাশ। তবে, শনিবারও দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার বিকেলের পর থেকে দেশের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাত কমে আসলেও চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় শনিবার পর্যন্ত বৃষ্টি থাকবে।

এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শীতের প্রভাব কম রয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই রাজধানীসহ সারাদেশে শীত পড়তে শুরু করবে। মাসের মাঝামাঝিতে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ১০ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। উত্তরাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস