, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৪৩ বলে ২২ ছক্কা ও ১৪ চারে ১৯৩ রানের অবিশ্বাস্য রেকর্ড

  • আপলোড সময় : ০৮-১২-২০২৩ ০৭:০৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৩ ০৭:০৪:৩৯ অপরাহ্ন
৪৩ বলে ২২ ছক্কা ও ১৪ চারে ১৯৩ রানের অবিশ্বাস্য রেকর্ড
এখন ওয়ানডে থেকে টি-টোয়েন্টি সংস্করণ সব কিছুই সমর্থকদের জানা। তবে গত বছর ধরে আয়োজিত হচ্ছে ক্রিকেটের নয়া ফরম্যাট টি-টেন। যেখানে দশ ওভারের লড়াইয়ে মাঠে নামে দুই দল। এবার সেই টি-টেন লিগেই ঘটল অবিশ্বাস্য এক রেকর্ড।

এদিকে ইউরোপিয়ান টি-টেন লিগে অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে আলোচনার জন্ম দিয়েছেন স্পেনের বাঁহাতি ব্যাটার হামজা সালিম দার। কাতালুনিয়া জাগুয়ার বনাম সোহাল হসপিটালটেটের ম্যাচে ব্যাট হাতে চার-ছক্কায় ঝড় তুলেছেন তিনি।

মাত্র ৪৩ বলে ১৯৩ রানের অপরাজিত এক ইনিংস খেলে সবার নজর কেড়েছেন সালিম। ৪৪৯ স্ট্রাইক রেটে ২২টি ছক্কা, ১৪টি চারে ইনিংসটি সাজানো ছিল। ২০২০ সাল থেকে ইউরোপিয়ান লিগে খেলা সালিম ১৯৩ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি আরও তিনটি শতরানও করেছেন টি-টেন লিগে।

সঙ্গে রয়েছে ৫টি অর্ধ শতরান। মোট ১২৮৮ রান। একইসঙ্গে ডানহাতি মিডিয়াম পেসার নিয়েছেন ৩১টি উইকেট। এমন ইনিংস খেলার পর যাবতীয় টি-টেন রেকর্ড যে ভেঙে দেবেন, তাতে আর আশ্চর্য কী!

মাত্র ২৪ বলে শতরান করেন হামজা। এই ব্যাটারের অবিশ্বাস্য এই ইনিংসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস