, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কবে থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

  • আপলোড সময় : ০৮-১২-২০২৩ ০৬:০৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৩ ০৬:০৪:৪২ অপরাহ্ন
কবে থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
গত বুধবার থেকেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেশজুড়ে দিনভর ‍বৃষ্টি থাকলেও আজ শুক্রবার ৮ ডিসেম্বর সকাল থেকেই মেঘে ছেয়ে আছে আকাশ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই মেঘ দু-এক দিনের মধ্যে কেটে যাবে। এরপর বেড়ে যাবে শীত।

এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে চলমান বৃষ্টিপাতের পর ১০ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। উত্তরাঞ্চলে কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে।

এদিকে আরেক আবহাওয়াবিদ মো. আবদুল মান্নান জানান, ডিসেম্বরের শেষার্ধের দিকে মূলত শীতকালের শুরু। বৃষ্টিপাতের পরপর তাপমাত্রা হঠাৎ নেমে গেলে শীত অনুভূত হবে, তবে প্রকৃত অর্থে এটি শীতকাল নয়।

তিনি বলেন, সর্বনিম্ন তাপমাত্রা কমার পাশাপাশি যখন আকাশ মেঘমুক্ত হয়ে বায়ুমণ্ডল পুরোপুরি শুষ্ক হয়ে যাবে তখন শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে, যেটা হতে কিছুটা সময় লাগবে। চলতি মাসের সপ্তাহের দিকে একটা মৃদু শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান