, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


মহাদেবপুরের খাজুর ইউনিয়নে অন‍্য কোন প্রার্থীর নির্বাচনী ক‍্যাম্প করতে পারবে না: ইউপি চেয়ারম্যান

  • আপলোড সময় : ০৮-১২-২০২৩ ০৬:০৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৩ ০৬:০৩:১৭ অপরাহ্ন
মহাদেবপুরের খাজুর ইউনিয়নে অন‍্য কোন প্রার্থীর নির্বাচনী ক‍্যাম্প করতে পারবে না: ইউপি চেয়ারম্যান
নওগার মহাদেবপুরে খাজুর ইউনিয়নে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থীর নির্বাচনী ক‍্যাম্প করতে পারবে না বলে হুমকি দিয়েছেন খাজুর ইউপি  চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এ হুমকি দেন তিনি।

এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলে, শফিকুল মাসুদ যে কথা বললো আমরা আশাকরি খাজুর ইউনিয়নে অন্য কোনো প্রার্থী আর নির্বাচনী অফিস (ক‍্যাম্প) করতে পারবে না। আমাদের ইউনিয়নের আত্মীয় অন্য ইউনিয়নে আছে তাদের বলবেন এই ইউনিয়নে ৯৫ ভাগ ভোটেই সৌরেনদাকে দেওয়া হবে।

এর আগে খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের  বহিষ্কৃত সভাপতি শফিকুল ইসলাম একজন স্বতন্ত্র প্রার্থীকে হুমিক দিয়ে বলেন, খাজুর ইউনিয়নে ছলিম উদ্দিন তরফদার কোনো নির্বাচনী অফিস করতে পারবে না।

এ বিষয়ে খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন বলেন, 'আপনার যে দৃষ্টিকোণ থেকে দেখছেন , আমি সেই ভাবে কথাটি বলিনি।'

শফিকুল ইসলাম বলেন, আমি সভায় এ কথা বলেছি। দুদিন পর শুনবেন আবারও এভাবেই কথা বলবো। আমার কথা বলার ধরনটাই এমন। সে আমার পদ খেয়েছে। আমি তার বিরুদ্ধে কথা বলবো।

এ বিষয়ে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাই বিষয়টি তদন্ত করে নির্বাচন কমিশন আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবো।