, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ , ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


ডেনমার্কে কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস

  • আপলোড সময় : ০৮-১২-২০২৩ ০৯:৫৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৩ ০৯:৫৭:৪৭ পূর্বাহ্ন
ডেনমার্কে কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস
এবার মুসলিম দেশগুলোর ক্ষোভের পরিপ্রেক্ষিতে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করল ডেনমার্ক। গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

এদিকে ডেনমার্কে পাস হওয়া নতুন এই আইন অনুযায়ী, কেউ পবিত্র কোরআন পোড়ালে, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে। পাশাপাশি জরিমানাও করা হবে।

পবিত্র কোরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পোড়ানোর মতো কর্মকাণ্ড নিষিদ্ধ করার এই আইনের পক্ষে ডেনমার্কের পার্লামেন্টে ভোট পড়ে ৯৪টি। আর বিপক্ষে ভোট পড়ে ৭৭টি। ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে সাম্প্রতিক সময়ে বিতর্কিত এই ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। আর এটি ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। 

আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেনমার্কের সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, এই আইন মতপ্রকাশে স্বাধীনতা হরণ করবে। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।

এদিকে কোরআন অবমাননার জেরে মুসলিম দেশগুলোর সঙ্গে ডেনমার্কের সম্পর্কের উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনা কমাতে বৃহস্পতিবার দেশটিতে পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করে আইন পাস হলো।
সর্বশেষ সংবাদ
চলুন সবাই যার যার ভুল সংশোধন করি: শেখ হাসিনাকে দেয়া চিঠি নিয়ে জয়

চলুন সবাই যার যার ভুল সংশোধন করি: শেখ হাসিনাকে দেয়া চিঠি নিয়ে জয়