, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজধানীসহ সারাদেশে আজও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

  • আপলোড সময় : ০৮-১২-২০২৩ ০৯:৪১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৩ ০৯:৪১:১৫ পূর্বাহ্ন
রাজধানীসহ সারাদেশে আজও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
এবার ঘূর্ণিঝড় 'মিগজাউমের' প্রভাবে রাজধানীসহ সারাদেশে আজো থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার ৮ ডিসেম্বর সকাল থেকেই বৃষ্টি দেখা যায়। বৃষ্টি আজো অব্যাহত থাকবে জানিয়ে, আর দুয়েকদিন পরই শীত নামার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর ঢাকা ও এর আশপাশের এলাকায় গতকাল ৬ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 

এদিকে ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান