, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আদমদীঘিতে চোর সন্দেহে তিন যুবককে নির্যাতনের অভিযোগে থানায় মামলা 

  • আপলোড সময় : ০৭-১২-২০২৩ ০৫:১৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৩ ০৫:১৩:১৫ অপরাহ্ন
আদমদীঘিতে চোর সন্দেহে তিন যুবককে নির্যাতনের অভিযোগে থানায় মামলা 
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে চোর সন্দেহে তিন যুবককে নির্যাতনের ঘটনায় থানায় তিন জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্যাতনের শিকার জান্নাতুল নাঈম নামের এক যুবকের বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে তিন জনের নামে মামলাটি করেন।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার কদমা গ্রামের রেনুকা বেগম নামের এক নারীর বাড়ি থেকে হাঁস চুরির ঘটনায় চোর সন্দেহে একই মহল্লার আশরাফুল ইসলামের ছেলে জান্নাতুল নাঈম, আবু তালেবের ছেলে সাজ্জাদ ও ময়েজ আলীর ছেলে ইমরান কে মোটরসাইকেল যোগে তুলে নিয়ে যাওয়া হয়। সোমবার রাত ৮ টায় তাদের সান্তাহার পৌর শহরের যোগিপুকুর এলাকায় আমজাদ হোসেন  নামের এক ব্যক্তির বাসার ২য় তলায় এনে প্রায় তিন ঘন্টা আটক রেখে বৈদ্যুতিক তার, হাতুড়ি ও রড দিয়ে তাদের ওপর নির্যাতন চালানো হয়। নির্যাতনের বিষয়টি বাহিরে প্রকাশ যেন না করে এ জন্য হুমকি দিয়ে ওই দিন রাত ১১টায় তাদের বাড়ির সামনে রেখে যাওয়া হয়। 

মঙ্গলবার দুপুরে আহত যুবকরা নির্যাতনের বিষয়টি পরিবারের কাছে জানালে তাদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার জান্নাতুল নাঈম নামের এক যুবকের বাবা আশরাফুল ইসলাম বাদী হয়ে কদমা গ্রামের সিরাজুলের ছেলে সাগর (৩২), করজবাড়ি গ্রামের কায়েম প্রমানিকের ছেলে পাপ্পু (৩২) ও সান্তাহার পৌর শহরের যোগিপুকুর এলাকার আমজাদ হোসেনের ছেলে মামুন হোসেন (৩৪) নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। 

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চলছে। 
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস