, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৯২৫ দিন পর কারামুক্ত হলেন মুফতী আমির হামজা  

  • আপলোড সময় : ০৭-১২-২০২৩ ০৪:৪৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৩ ০৪:৪৭:৫৫ অপরাহ্ন
৯২৫ দিন পর কারামুক্ত হলেন মুফতী আমির হামজা  
দেশের জনপ্রিয় তরুণ ইসলামী বক্তা মুফতি আমীর হামজা অবশেষে ২ বছর ৬ মাস ১৪ দিন অর্থাৎ ৯২৫ দিন পর কারামুক্ত হলেন। আজ বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে কাশিমপুরের হাইসিকিউরিটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

এই তথ্য নিশ্চিত করেছেন ওই কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান। তিনি জানান, আদালতের আদেশের কপি পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

মুক্তি পেয়ে মুফতি আমীর হামজা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তার সুদীর্ঘ কারাবাসকালে যারা বিভিন্নভাবে তার মুক্তির জন্য চেষ্টা-প্রচেষ্টা চালিয়েছেন, যারা সহযোগীতা করেছেন ও মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেছেন।

এদিকে মুফতি আমীর হামজাকে ২০২১ সালের ২৪ মে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়ি থেকে আটক করে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস