এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধি: চলতি মৌসুমে সরকারিভাবে জয়পুরহাটের কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।আজ বুধবার বিকেলে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোহাম্মদ ইমরান, উপজেলা খাদ্য পরিদর্শক শফিউর রহমান, চাউল-কল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদারসহ চাতাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এবার সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি আমন ধান ৩০ টাকা এবং প্রতি কেজি চাল ৪৪ টাকা তবে আমন আতপ চালের দাম ৪৩ টাকা কেজি নির্ধারণ করা হয়।
এবার সরকারি গুদামে সরবরাহ করা চালের মূল্য চাউলকল মালিকদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে।
খাদ্য পরিদর্শক শফিউর রহমান জানান, আমন মৌসুমে কালাই খাদ্য-গুদাম ৪৪২ মে.টন ধান ও ১ হাজার ৫৪৬ মে.টন সিদ্ধ চাল কেনা হবে। সরকারিভাবে ধান-চাল সংগ্রহের এই কার্যক্রম চলবে আগামী ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।