, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিবকে ছাড়িয়ে র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা তাইজুল

  • আপলোড সময় : ০৬-১২-২০২৩ ০৬:৪৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৩ ০৬:৪৪:০৯ অপরাহ্ন
সাকিবকে ছাড়িয়ে র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা তাইজুল
এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ঐতিহাসিক টেস্টটি জিততে অবদান ছিল তাইজুল ইসলামের। সিলেটে তার ঘূর্ণিতেই ধসে পড়ে কিউইদের ব্যাটিং। দারুণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে টেস্টে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন বামহাতি এই স্পিনার। বোলারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে তাইজুলের র‌্যাঙ্কিং এখন ১৪তম।

এর আগে সিলেট টেস্টে তাইজুলের শিকার ছিল ১০টি। তাতে আবার রেটিংও দাঁড়িয়েছে ৭০৮-এ। যা বাংলাদেশের কোনও বোলারের সর্বোচ্চ। ছাড়িয়ে গেছেন ২০১৭ সালে সাকিব আল হাসানের পাওয়া ৭০৫ রেটিং পয়েন্টকেও।

এদিকে প্রথম টেস্টে কিউইদের বিপক্ষে সেঞ্চুরিতে দারুণ নেতৃত্ব দেওয়া ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসনে শান্তরও অগ্রগতি হয়েছে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৪২তম স্থানে উঠে এসেছেন তিনি।   

এদিকে, টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষস্থান দখলে নিয়েছেন ভারতের স্পিনার রবি বিষ্ণয়। গত বছরের শুরুতে অভিষেক করা বিষ্ণয় ধারাবাহিক পারফরম্যান্স উপহার দিয়ে আসছিলেন। ২৩ বছর বয়সী তাতে এগিয়েছেন ৪ ধাপ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অভিষেকের পর ২১ ম্যাচে টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৩৪টি।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা