, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


সাংবাদিকের প্রশ্ন শুনেই ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’ পড়লেন শাহজাহান ওমর

  • আপলোড সময় : ০৬-১২-২০২৩ ০৫:৪৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৩ ০৫:৪৬:১২ অপরাহ্ন
সাংবাদিকের প্রশ্ন শুনেই ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’ পড়লেন শাহজাহান ওমর
এবার নির্বাচন কেন্দ্রিক দেশে সবচেয়ে আলোচিত নাম এখন বিএনপি থেকে বহিষ্কার হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর। বাসে আগুন দেওয়ার মামলায় গত ২৯ নভেম্বর জামিনে কারামুক্তি পেয়ে নৌকার প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছেন তিনি। যদিও আওয়ামী লীগে যোগ দেওয়াকে ‘ডিগবাজি’ বলতে নারাজ শাহজাহান ওমর।

আজ বুধবার ৬ ডিসেম্বর দুপুরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেকোনো দলে যোগ দেওয়া আমার সাংবিধানিক অধিকার। ঈমান একমাত্র আল্লাহর কাছে, বেঈমানি তো ধর্মের বিষয়। রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা বেঈমানি নয়।

এ সময় শাহজাহান ওমর বলেন, দেশ ও জনগণের স্বার্থে বড় বড় রাজনীতিবিদরাও দল পরিবর্তন করেন। আমি পাকিস্তান আর্মিতে ছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য যুদ্ধ করেছি। দেশের স্বার্থে পাকিস্তান আর্মি ত্যাগ করেছি। তাহলে কী আমি পাকিস্তানের সঙ্গে বেঈমানি করেছি?

আবারও বিএনপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তওবা আস্তাগফিরুল্লাহ’। এর আগে, গত ৩০ নভেম্বর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান শাহজাহান ওমর। আওয়ামী লীগের প্রার্থী হওয়ার পর তাকে বিএনপির ভাইস চেয়ারম্যান পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

এ সময় নৌকার প্রার্থী হওয়ার বিষয়ে শাহজাহান ওমর তখন বলেছিলেন, আমি দেশের মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। কিন্তু বিএনপি শুধু নির্বাচন বয়কট করে। এ জন্য ভেবে দেখলাম আমার তো ঠুনকো-মুনকো দলে যাওয়া সাজে না। তাই মানুষের সেবা করতে নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে যাচ্ছি।
ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ

ফেসবুকে ফেক আইডি খুলে গুজব ছড়ানো হচ্ছে: উপদেষ্টা নাহিদ