এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে ‘বাড়ি প্রতিবেশীর দখলে খোলা আকাশের নিচে আরামের পরিবার’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সন্ধ্যায় জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের সুড়াইল গ্রামে প্রভাবশালীর দখলে নেয়া সেই বাড়ী ফেরত পেয়েছে আরাম সাখিদার।
স্থানীয় আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশের সহযোগীতায় খোলা আকাশের নিচ থেকে বৃদ্ধ বাবা-মা,স্ত্রী-সন্তানদের নিয়ে নিজ বাড়ীতে ওঠেছেন। বাড়ী পেয়ে খুশি আরামসহ তার পরিবার ও এলাকাবাসী।
ঋণের চাপে একমাত্র মাথা গোঁজার ঠাঁই ছেড়ে বৃদ্ধ বাবা-মা’সহ পরিবারের সবাইকে নিয়ে আরাম সাখিদার পাড়ি জমিয়েছিলেন ঢাকা শহর। সেখান প্রায় এক বছর ধরে রিকশা চালিয় জীবিকা নির্বাহ করেছেন। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সেখানে টিকে থাকতে না পেরে গত শুক্রবার (১ ডিসেম্বর) সবাইকে নিয়ে বাড়ী ফিরে আসেন আরাম। দরজায় গিয়ে দেখতে পান তার বাড়ী দখলে নিয়েছেন প্রতিবেশী এক প্রভাবশালী। বাড়ীতে প্রবেশ করতে না পেরে আরেক প্রতিবেশীর জায়গায় খোলা আকাশের নিচে গত চারদিন ধরে রাত্রি যাপন করেছেন। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।
গত সোমবার রাতে খোলা আকাশের নিচে পুরা পরিবারের রাত্রি যাপনের দৃশ্য নজরে আসে পত্রিকার প্রতিনিধিদের।পরিবার, গ্রামবাসী, প্রভাবশালী ও প্রশাসনের সাথে কথা হয়। এরপর আরামের বিষয়টি বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে"বাড়ি প্রতিবেশীর দখলে খোলা আকাশের নিচে আরামের পরিবার" শিরোনামে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় আহম্মেদাবাদ ইউ’পি চেয়ারম্যান আলী আকবর ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় দখলকৃত বাড়ী আরাম সাখিদারকে উদ্ধার করে দেন। এ সময় আরাম তার বৃদ্ধ বাবা-মা ও স্ত্রী-সন্তানদের নিয়ে নিজ বাড়ীতে ওঠেন।
আরাম সাখিদার বলেন, তিনদিন আগে থানায় অভিযোগ করেছিলাম কোনো লাভ হয়নি। পত্রিকায় সংবাদ প্রকাশের পর এত দ্রুত সময়ের মধ্যে বাড়ী ফেরত পাব কখনও ভাবতে পারিনি। কি বলে ধন্যবাদ জানাব ভাষা হারিয়ে ফেলেছি বলতে বলতে সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।
আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর বলেন, ঘটনা জানতাম, তবে এতো করুণ দৃশ্য তা জানতাম না। নিউজটি নজরে আসলে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে তা বাস্তবে দেখি। এরপর ঘটনাস্থলে পুলিশও আসে। স্থানীয়দের সহযোগীতা নিয়ে তাদেরকে খোলা আকাশের নিচ থেকে বাড়ীতে ওঠে দিয়ে আসি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন,‘আরামর স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতায় দখলকৃত বাড়ী উদ্ধার করে তাদেরকে ফেরত দেয়া হয়েছে।