, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


নাইজেরিয়া সেনাবাহিনীর ভুল ড্রোন হামলায় ৮৫ জন মানুষ নিহত

  • আপলোড সময় : ০৬-১২-২০২৩ ০৪:৫৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৩ ০৪:৫৮:৪১ অপরাহ্ন
নাইজেরিয়া সেনাবাহিনীর ভুল ড্রোন হামলায় ৮৫ জন মানুষ নিহত
এবার নাইজেরিয়ার সামরিক বাহিনীর ভুলস্থানে চালানো ড্রোন হামলায় কমপক্ষে ৮৫ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, গত ৪ ডিসেম্বর স্থানীয় সময় রোববার নাইজেরিয়ার কাদুনা প্রদেশের ইগাবি কাউন্সিল এলাকার তুদুনবিরি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এদিকে নাইজেরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্রোহীদের লক্ষ্য করে ড্রোন হামলা চালাতে গিয়ে ভুল করে একটি ধর্মীয় উৎসবে ড্রোনটি আঘাত হানে।

গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত ৮৫ জনের মরদেহ দাফন করা হয়েছে।
 
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া অফিস জানিয়েছে, এই হামলায় কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন। এই কারণে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু।
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ