, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে ডিবিতে শাহজাহান ওমর

  • আপলোড সময় : ০৬-১২-২০২৩ ০৩:২৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৩ ০৩:২৩:৪০ অপরাহ্ন
সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে ডিবিতে শাহজাহান ওমর
এবার সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)। আজ বুধবার ৬ ডিসেম্বর দুপুরে তিনি রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান।
 
এদিকে শাহজাহান ওমরের বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমাদের এখানে সব শ্রেণি-পেশার মানুষ আসেন। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সমস্যা নিয়র আসেন। তেমনি একটি সমস্যা নিয়ে একজন এসেছেন।

তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ দিতে এসেছেন। তিনি আমাদের কাছে যে নামগুলো দেবেন, সে অনুযায়ী তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। এর আগে আজ বুধবার ৬ ডিসেম্বর বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টে যান তিনি।

এ সময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে সুপ্রিম কোর্ট অঙ্গন ত্যাগ করে শাহজাহান ওমর। বিএনপিপন্থি আইনজীবীরা তাকে বেইমান, রাজাকার বলে গালাগাল করেন। 
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ