, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার, মনোনয়নপত্রও বাতিল

  • আপলোড সময় : ০৬-১২-২০২৩ ১০:২৭:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৩ ১০:২৭:০৬ পূর্বাহ্ন
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার, মনোনয়নপত্রও বাতিল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপি'র সদস্য আফজাল হোসেন নয়ন। 

গত রোববার ৩ ডিসেম্বর যাচাই বাচাই শেষে তার সেই দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোই বিএনপির দল থেকে তাকে বহিষ্কার করা হয়। ফলে উভয় সংকটে পড়েন আফজাল হোসেন নয়ন। যদিও তিনি বলছেন নির্বাচন করার জন্য আপিল করবেন। 

জানা যায়, বগুড়া-৩ আসনের প্রার্থী হিসেবে স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসেন। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার  (৩০ নভেম্বর) বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডঃ কে এম হুমায়ুন কবিরের স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কার  প্রদান করা হয়। একই সাথে দুপচাঁচিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক তৌফিক আলমকে বহিষ্কার করা হয়েছে। এর পর তার দাখিলকৃত মনোনয়নও বাতিল হয়ে যায়। এতে উভয় কূল হায়িছেন তিনি বলে মন্তব্য করেন অনেকে।

এ বিষয়ে আফজাল হোসেন নয়ন বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোই আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে তিনি বলেন আমি আপিল করবো।
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’