, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ


আ.লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা

  • আপলোড সময় : ০৫-১২-২০২৩ ০৫:৫৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৩ ০৫:৫৮:৪৩ অপরাহ্ন
আ.লীগের কাছে ২০ আসন চেয়েছে শরিকরা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিকরা আওয়ামী লীগের কাছে ২০টি আসন চেয়েছে। আজ মঙ্গলবার ৫ ডিসেম্বর বিকেলে ইস্কাটনের বাসায় জোটের তিন নেতার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু।

আজ বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, গত সংসদে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিল। এবার দ্বিগুণ প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। আলোচনা করে জোটের সব দলের সম্মান রেখেই ফলাফল আসার ব্যাপারে আমরা আশাবাদী।

জোটগতভাবে এবারও নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ দলের প্রার্থীদের আসনে আওয়ামী লীগের কোনো হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী না থাকার ব্যাপারেও আলোচনা চলছে বলে জানান তিনি।

এদিন বিকেলে ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

গতকাল সোমবার ৪ ডিসেম্বর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা। এতে সভাপতিত্ব করেন জোটের প্রধান ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এইচএমপি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে সতর্কতা জারি

এইচএমপি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে সতর্কতা জারি