প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ৬ ডিসেম্বর বীরগঞ্জ মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এইদিনে বীরগঞ্জ মহকুমায় বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনতার দুর্বার প্রতিরোধে পরাজিত হয় পাকিস্তানি হানাদার বাহিনী।
এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে মুক্তি যোদ্ধা শহীদ হন। দিবসটিতে যথাযথ হটিয়ে দিয়ে বীরগঞ্জকে মুক্ত করে। হানাদারদের পরাজয়ের পর এ এলাকার সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস। আনন্দে উদ্বেলিত কণ্ঠে জয়বাংলা ধ্বনি আর হাতে প্রিয় স্বদেশের লাল-সবুজ পতাকা নিয়ে ছুটোছুটি করতে থাকে সবাই।
দিবসটি উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা মুক্ত বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা বাতাসে উড়িয়ে দেয় স্বাধীনতার স্বপ্নে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সল পক্ষ হতে বিভোর বাঙ্গালী। মুক্তিযুদ্ধ কালিন ৬নং যৌথভাবে নিম্নরূপ কর্মসূচি গ্রহণ করেছে। সেক্টর এর ফিল্ড কমান্ডার মেজর জেনারেল কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ১০ টায় (অব:) এম মাসুদুর রহমান বীর প্রতীক ও উপজেলা চত্বর থেকে একটি র্যালি,১০টা আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী বুধারুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং যৌথভাবে পাক হানাদার বাহিনীকে পরাস্ত সাড়ে ১১টায় উপজেলা চত্বরে আলোচনা ইউনিয়নের মদনপুরে সম্মুখ যুদ্ধে অনেক। এফ এফ কমান্ডার একেএম মাহবুব উল ৪৫ মিনিটে শহীদ মহসিন আলী এবং ৬ ডিসেম্বর বীরগঞ্জ পাক-হানাদার মুক্ত দিবস। মুক্তির উল্লাসে মেতেছে বীরগঞ্জ। করে। যুদ্ধে ভাঁতগাও ব্রীজ ও সুজালপুর সভা অনুষ্ঠিত হবে।