, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিবের কারণে তাইজুলের নাম আলোচনায় কম আসে: হাথুরু

  • আপলোড সময় : ০৫-১২-২০২৩ ০২:১৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৩ ০২:১৭:৪১ অপরাহ্ন
সাকিবের কারণে তাইজুলের নাম আলোচনায় কম আসে: হাথুরু
এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের অন্যতম নায়ক স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচে একাই ১০ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং লাইন আপ তছনছ করেছিলেন তিনি। এমন দারুণ পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। গতকাল সোমবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে তার প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তার প্রশংসা করলেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয়। যদিও ২০২২ সালের জানুয়ারিতে চমক দেখিয়ে কিউইদের মাঠ মাউন্ট মঙ্গানুইয়ে জয়ের দেখা পেয়েছিল টাইগাররা।

তবে পরের টেস্টেই কিউইদের কাছে হেরে বসে টাইগাররা। তবে অবশেষে ঘরের মাঠে কিউইদের হারাল বাংলাদেশ। সিলেটে সেই জয়ের নায়ক তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে দিশেহারা হয়ে গেছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। সাকিব আল হাসান দলে থাকলে মঞ্চটা তার সঙ্গে  ভাগাভাগি করতে হয় তাইজুলকে।

তবে ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সাকিব না থাকায়, বাংলাদেশের মূল স্পিন ভরসা হয়েছেন এই তাইজুল। আর তাইজুলের ঘূর্ণিতেই হেরেছে নিউজিল্যান্ড। তবে তাইজুল যে কতটা ভালো তা আগেই টের পেয়েছিলেন হাথুরুসিংহ।

সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, 'তোমরা একজন ক্রিকেটার নিয়ে তখনই কথা বলো, যখন সে ভালো খেলে। কিন্তু আমরা জানি তাইজুল কতটা ভালো। রঙ্গনা (হেরাথ) ওর সাথে কাজ করেছে, ওর ম্যাচিউরিটি এখন সেরা পর্যায়ে আছে। সাকিবের কারণে সে আলোচনায় কম আসে, তবে পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে।'

এদিকে সোমবার গণমাধ্যমে তাইজুলের প্রশংসা করেছেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান পাপন বলেন, ‘টেস্ট ম্যাচে তাইজুল সব সময় পারফর্ম করে আসছে। ওর নাম কম আসে। কারণ আমরা টেস্ট তো এতদিন খেলেছি-ও কম। এখন তো আমাদের টেস্ট প্রচুর। এখন দেখবেন তাইজুলের নাম অনেক বেশি শোনা যাবে। কারণ এখন আমাদের প্রচুর টেস্ট খেলতে হবে। এ টেস্টেও সে দারুণ বল করেছে।’  

এর আগে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট পেয়েছেন তাইজুল। যা টেস্ট ক্রিকেটে তার দ্বিতীয়বার দশ উইকেট। বুধবার (৬ ডিসেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সে ম্যাচেও ভালো পারফর্ম করবেন ৩১ বছর বয়সী এই স্পিনার সেটাই সকলের প্রত্যাশা। 
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ