, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে বড় অঙ্কের বোনাস পাবেন টাইগাররা

  • আপলোড সময় : ০৫-১২-২০২৩ ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৩ ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে বড় অঙ্কের বোনাস পাবেন টাইগাররা
এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারীদের কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। দাপটের সাথে কিউইদেরকে টেস্টে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। যা আবার দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়। শান্তদের সামনে এখন সুযোগ টেস্ট সিরিজ নিজেদের করে নেওয়ার আর সেটি করতে পারলে বড় অঙ্কের বোনাস ঢুকবে ক্রিকেটারদের পকেটে।

গতকাল সোমবার মেহেদি হাসান মিরাজ-তাইজুল ইসলামদের সাথে টিম হোটেলে দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানিয়েছেন ক্রিকেটারদের বোনাস দেওয়ার কথা।

এ সময় তিনি বলেন, “বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল, আমি বলেছি ওটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় পাবে, এটাতে কোনো সন্দেহ নাই।”
 
এ সময় মিরপুরের পিচকে ‘আনপ্রেডিক্টেবল’ আখ্যা দিয়ে পাপন বলেন, “পরেরটা (ম্যাচ) হচ্ছে মিরপুর। মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল উইকেট তো আর নাই। তো স্বাভাবিকভাবেই দুটো অপশন সিরিজ জেতার জন্য, একটা হচ্ছে খেলে জেতা আরেকটা হচ্ছে ড্র। ওটাই বললাম এখানে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই।”
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা