, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আদমদীঘিতে তিন মাদকসেবীকে অর্থ ও কারাদন্ড

  • আপলোড সময় : ০৪-১২-২০২৩ ০৫:০৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৩ ০৫:০৯:৪৩ অপরাহ্ন
আদমদীঘিতে তিন মাদকসেবীকে অর্থ ও কারাদন্ড
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে তিন মাদকসেবীকে অর্থ ও কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক টুকটুক তালুকদার এই রায় দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা জানা গেছে, গতকাল সোমবার বেলা ১২টায় সময় সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তরের পরিদর্শক এস এম এলতাস উদ্দীনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উপর পৌঁওতা রেলগেট এলাকায় অভিযান চালায়। 

এ সময় মাদক সেবনের অপরাধে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তহার গ্রামের মোস্তফা হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০), পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রেজা ইসলাম (২৪) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত- বাদল ঘোষের ছেলে সুজন ঘোষ (৩১) কে  আটক করে। 

পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার প্রত্যেককে এক মাসের কারাদন্ড ও ১ শত টাকা করে অর্থ দন্ডের রায় দেন। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা  বলেন, সাজাপ্রাপ্তদের দুপুরে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।  
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা