মনিরুজ্জামান সেন্টু (৫৮) । পেশা হিসেবে বেছে নিয়েছেন রিকশা চালানোকে। কারণ শ্বাসকষ্টের ব্যাধি থাকায় এক মুহূর্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়া চলতে পারেন না তিনি। তাই বাধ্য হয়েই সিলিন্ডার সমেত রাজশাহী নগরীতে রিকশা চালাতে অনেকেই দেখে থাকেন তাকে।
মইনুরজ্জামান সেন্টুর পাশে দাঁড়ালেন ফারাজ করিম চৌধুরী। ফারাজ চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান এবং সমাজসেবক হিসেবেও পরিচিত।
সেন্টুর নিউজ ও ছবি গণমাধ্যমে প্রকাশের পর তা ফেসবুকে ভাইরাল হয়। এরপরই তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ফারাজ।
সেন্টু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। মোবাইল ফোনে তার ও তার স্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে বুধবার (১৭ মে) মে বেলা সাড়ে ১১টার দিকে নগদ ৫৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেন ফারাজ করিম। তার পক্ষ থেকে পাঠানো নগদ অর্থ রিকশা চালক সেন্টুর হাতে তুলে দেন গণমাধ্যমকর্মী শরীফ সুমন।
চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ান। সমাজের চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলেছেন এ স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে গোটা দেশেজুড়ে অর্জন করেছেন তুমুল জনপ্রিয়তা।
২০১৩ সালে কিংস কলেজ লন্ডন থেকে আন্ডার গ্রাজুয়েট শেষ করে ২০১৫ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে উচ্চশিক্ষা (মাস্টার্স) অর্জন করে দেশে আসেন এ তরুণ। তখন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বেশ পরিচিতি পান।