, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গেস্টরুমে ছাত্রলীগের নির্যাতন, অজ্ঞান ঢাবির নবীন শিক্ষার্থী

  • আপলোড সময় : ০৪-১২-২০২৩ ০৩:১৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৩ ০৩:১৬:২৯ অপরাহ্ন
গেস্টরুমে ছাত্রলীগের নির্যাতন, অজ্ঞান ঢাবির নবীন শিক্ষার্থী ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ‘গেস্টরুমে’ এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ছাত্রলীগের নির্যাতনে ওই শিক্ষার্থী অজ্ঞান হয়েছেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তবে ওই শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হলের টিভিরুমে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম আহসান হাবীব, তিনি বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

গেস্টরুমে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, গত কয়েকদিন যাবৎ ছাত্রলীগের প্রোগ্রাম না করায় আহসান হাবীবকে গেস্টরুমে ডাকা হয়। অসুস্থ থাকায় সে ছুটি চাইলে তাকে দাঁড় করিয়ে রাখা হয় এবং বিভিন্ন গালাগাল দেওয়া হয়। তখন সে অজ্ঞান হয়ে পরে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 

বিজয় একাত্তর হলের পদপ্রত্যাশী রাব্বি আহম্মেদ বলেন, গেস্টরুমে এ রকম একটি ঘটনার কথা শুনেছি। ছেলেটি সকাল থেকে কিছু খায়নি। ফলে এক সময় অচেতন হয়ে পড়ে যায়। পরে সবাই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

প্রোগ্রাম না করার কারণে নির্যাতন ও ছুটি না দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কয়েকদিন থেকে তেমন প্রোগ্রাম হয় না। আমরা গেস্টরুম করাই যাতে সবার মধ্যে পরিচিতি ও ঐক্য তৈরি হয়। সেখানে কারও পরীক্ষা থাকলে, অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যা থাকলে ছুটি দেওয়া হয়। তবে এই শিক্ষার্থী ছুটি চাওয়ার পরও দেওয়া হয়নি-এ রকম ঘটনা শুনিনি। এ রকম করে থাকলে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে। হলের স্বাস্থ্যসেবককে সেখানে পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই বাছাই করে দেখব।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস