, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হিরো আলমের মনোনয়ন বাতিল

  • আপলোড সময় : ০৩-১২-২০২৩ ০১:৫৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১২-২০২৩ ০১:৫৩:৩৮ অপরাহ্ন
হিরো আলমের মনোনয়ন বাতিল
এবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণঅধিকার পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ রবিবার ৩ ডিসেম্বর সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তিনি বলেন, যাচাই-বাছাই করে সব তথ্য সঠিক ছিল। কিন্তু দুই জনের স্বাক্ষরে সমস্যা হয়েছে। আশা করছি, সব ঠিক হয়ে যাবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হিরো আলম সে সময় বলেন, ‘এই সরকারের অধীনে আর নির্বাচন করবো না’।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস