, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ


সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন

  • আপলোড সময় : ০২-১২-২০২৩ ০৮:৩২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৩ ০৮:৩২:০৩ অপরাহ্ন
সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন ফাইল ছবি
প্রধানমন্ত্রীর পদত্যাগ, তফসিল পেছানোসহ একাধিক দাবিতে সোমবার (৪ ডিসেম্বর) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওইদিন বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালন করবে দলটি।

বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের নামে তামাশা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বাকপ্রতিবন্ধী ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসির বক্তব্য দলদাস প্রমাণিত। কোনো প্রকার টালবাহানা দেশবাসী দেখতে চায় না।’

তিনি বলেন, ‘দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। বিস্ফোরণের দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, ‘অংশগ্রহণমূলক ছাড়া দেশ ও বিদেশে এ নির্বাচন গ্রহণযোগ্য হবে না। একতরফা পাতানো নির্বাচনে দেশে নতুন সংকট তৈরি হবে।’
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার, বিশেষ চেম্বার আদালতের আদেশ