, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে এমপি প্রার্থী, তথ্যে গরমিলে মনোনয়ন বাতিল

  • আপলোড সময় : ০২-১২-২০২৩ ০২:৫৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৩ ০২:৫৪:৪২ অপরাহ্ন
উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে এমপি প্রার্থী, তথ্যে গরমিলে মনোনয়ন বাতিল
এবার ভোটারের তথ্য গরমিল থাকায় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম। আজ শনিবার ২ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই শেষে সদ্য পদত্যাগ করা ওই উপজেলা চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ প্রথম দিন টাঙ্গাইল ১, ২, ৩ ও ৪ আসনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শুরু হয়। আরপিও ১৪ ধারায় স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদারের এক শতাংশ ভোটার তালিকায় ভোটারের তথ্য গরমিল থাকায় তার ওই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় বলে জানা গেছে।
 
এর আগে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য গোপালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগ করেন।

এদিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্রসহ সাতজন মনোনয়নপত্র জমা দেন। আজ যাচাই বাছাইয়ের প্রথম দিনে ৪টি আসনের প্রার্থীর তথ্য যাচাই করা হয়। এতে গোপালপুর ভুঞাপুর সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থীর একজনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
 
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার বলেন, আমার মনোনয়নপত্রের এক শতাংশ ভোটারের সমর্থন নিয়েই তাদের স্বাক্ষর সম্বলিত তালিকা দিয়েছি। এখন সেই তালিকার মধ্যে একটি ভোটারের তথ্য গরমিল দেখিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে। আমার মনে হয় ওই ভোটারকে ভয়ভীতি দেখিয়ে এ ধরনের কাজ করেছে। আমি এ বিষয়ে আপিল করবো এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয় লাভ করবো।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান